কলকাতা: এবার ২১৫টি আসন তো পেতেই হবে, আরও বেশি হোক, কম কোনও মতেই নয়— নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহাসমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী বিধানসভা ভোটে ২১৫টি আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে, আরও বেশি আসন পাওয়ার চেষ্টা করতে হবে। এবার বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার সময়।
ভোট এলে এজেন্সির অপব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ তুলে মমতা বলেন, কার নামের চার্জশিট দেবে, কাকে জেলে পাঠাবে, এসব বিজেপির আগে থেকেই ঠিক করা থাকে। বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টারও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। এই কারচুপির বিরুদ্ধে দলীয় কর্মীদের মাঠে নামতে বলেন তিনি।
মমতা জানান, বুথ স্তর থেকে ভোটার তালিকা পরিষ্কার করার কাজ শুরু করতে হবে। জেলা সভাপতিদের নির্দেশ দেন, বুথ কর্মীদের সক্রিয় করতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের দফতরে ধর্না দেওয়ার কথাও বলেন তিনি।
ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠনের ঘোষণা করেন মমতা। তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেন। ভূতুড়ে ভোটার শনাক্ত করতে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এই বিষয়ে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা।
মমতা বলেন, বাংলার ভোটারদের বাদ দিয়ে বাইরের ভোটার ঢোকানোর চক্রান্ত হচ্ছে। নির্বাচন কমিশনের আশীর্বাদেই এই কেলেঙ্কারি চলছে। তিনি জানান, এনআরসি, সিএএ করে মানুষকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। প্রশাসনের কিছু কর্মীও এতে যুক্ত রয়েছেন, তাদের হাতেনাতে ধরার হুঁশিয়ারি দেন তিনি।