Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, "আত্মসমর্পণ নয়, ইউক্রেনকে রক্ষা করবই'' - NewsOnly24

ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, “আত্মসমর্পণ নয়, ইউক্রেনকে রক্ষা করবই”

“পিতৃভূমিকে রক্ষা করবই, শত্রূর কাছে আত্মসমর্পন নয়”। ফের একবার সেলফি ভিডিও পোস্ট করে বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি । কোনওরকম ভুয়ো খবরে নাগরিকদের পাত্তা না দেওয়ার জন্য অনুরোধ করেছেন । জেলেনস্কি নাগরিকদের আশ্বস্ত করেন তিনি কিভ ছেড়ে কোথাও পালিয়ে যাবেন না ।

এদিন ইউরোপ তথা সমগ্র বিশ্বের কাছে বিশেষ আবেদনও রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট । সংবাদমাধ্যমের একাংশের পক্ষ থেকে দাবি করা হয়, নিরাপত্তার খাতিরে গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন তিনি। তিনি বলেন, ”আমার বিরুদ্ধে একাধিক ভুয়ো বার্তা প্রচার করা হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করে জানাচ্ছি, আমি এখানেই আছি। আমরা কিছুতেই আত্মসমর্পন করব না। অস্ত্র রাখব না। দেশকে রক্ষা করবই।” প্রেসিডেন্টের এই বার্তা পেয়ে উজ্জীবিত ইউক্রেনের সেনাও । এখানেই শেষ নয়, ৪০ সেকেন্ডের এই ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ”সততাই আমাদের অস্ত্র। আমাদের দেশ, আমাদের পিতৃভূমি, আমাদের সন্তান। সকলের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এই মুহূর্তে অস্ত্রের প্রয়োজন রয়েছে।”

শুক্রবারই সংবাদমাধ্যমের একাংশের পক্ষ থেকে দাবি করা হয়, নিরাপত্তার খাতিরে গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন তিনি। সেই দাবি একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর পালটা দাবি, তিনি রাজধানী কিয়েভেই রয়েছেন। সংশ্লিষ্ট ভিডিয়োয় প্রেসিডেন্টের সঙ্গে আমলা, আধিকারিক-সহ অন্য জনপ্রতিনিধিদেরও দেখা গিয়েছে। ভিডিয়োটি কিভের ব্যাংকোভা স্ট্রিটে (Bankova Street) তৈরি করা হয়েছে বলে দাবি সূত্রের।

”জমি আঁকড়ে থাকো। তোমরাই আমাদের একমাত্র সম্পদ।” ইউক্রেন সেনার উদ্দেশ্যে জেলেনস্কির বার্তা , তিনি আরও বলেন, ”প্রতিটি দেশের প্রতিটি শহরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি। আপনারা পথে নামুন। ইউরোপে শান্তি বজায় রাখার দাবি জানান। ইউক্রেনে শান্তির জন্য আওয়াজ তুলুন। আপনাদের যদি সেনা প্রশিক্ষণ থাকে তবে ইউক্রেনে আসুন। চলুন একসঙ্গে ইউরোপের শান্তির জন্য লড়াই করি। ইউরোপ এই রুশ আগ্রাসন রুখতে সক্ষম।” রাশিয়াকে রুখতে প্রয়োজনীয় একটি তালিকা করে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ”অবিলম্বে রুশ নাগরিকদের ভিসা বাতিল করে রাশিয়াকে সমস্ত দিক থেকে আইসোলেট করে দিতে হবে , সব দেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা, পেট্রলিয়ামে নিষেধাজ্ঞা, নো-ফ্লাই জোন চালু করা প্রয়োজন।”

Related posts

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?