Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'২০২৪-এ চাই ১০টি আসন', অসমে পা দিয়ে বিজেপিকে উপড়ে ফেলার ডাক অভিষেকের - NewsOnly24

‘২০২৪-এ চাই ১০টি আসন’, অসমে পা দিয়ে বিজেপিকে উপড়ে ফেলার ডাক অভিষেকের

নজরে কংগ্রেসি ভোটব্যাংক, গুয়াহাটির কর্মিসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, “আমরা সবাই একসময় কংগ্রেস করেছি৷ কিন্তু কংগ্রেসকে দিয়ে হবে না৷ ঘরে বসে বড় বড় ভাষণ দিয়ে বিজেপি-কে হারানো যাবে না৷  রাস্তায় নেমে লড়াই করতে হবে। সেটা একমাত্র তৃণমূলই পারে।” 

অভিষেকের দাবি, ‘তৃণমূল কংগ্রেস মন্দির ছাড়া কোথাও মাথানত করে না’। ‘আগামী একবছরে ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন। দুই রাজ্যেই তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে’। তিনি বলেন,‘বিজেপিকে হারানোর জন্য যা করা প্রয়োজন তৃণমূল করবে। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল লড়াই করবে’।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘আগামী লোকসভা ভোটে অসমে ১৪টি আসনে ১০ আসনে জিততে হবে’। তিনি বলেন, দল কাজ শুরু করে দিয়েছে।  সতীপীঠ কামাক্ষ্যায় অসমের সামগ্রিক উন্নয়নের জন্য প্রার্থনা করেছেন বলে দাবি করেন তিনি।

বুধবার একদিনের অসম সফরে গিয়ে এক সভায় অভিষেক কেন্দ্রকে নিশানা করে বলেন, ডবল ইঞ্জিনের সরকার মানে ডাবল চোর। মোদীকে জেতানোর মাসুল দিতে হচ্ছে পেট্রোলের দামের মাধ্যমে। অসমের মানুষের একটা জাত্যাভিমান রয়েছে। এদেরকে এখান থেকে হঠাতে হবে। জীবন বাজি রেখে লড়াই করতে হবে। তৃণমূল ঝুঁকেগা নেই।ধর্মের দোহাই দিয়ে একটা সরকার চলছে। কেউ বলছে হিন্দু বিপদে আছে, কেউ বলছে মুসলমান বিপদে আছে। আমি বলছি ধর্মের চশমাটা খুলে দেখুন, গোটা দেশ বিপদে আছে।

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের