Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস! - NewsOnly24

বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের অনুমান, এবারের মত পুরোপুরি শীত বিদায় এর জন্য প্রস্তুত হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে চলে যাওয়ার আগে গোটা বাংলাকে আরও একবার দিয়ে যেতে পারে বৃষ্টির কামড়। ফেব্রুয়ারির ১০তারিখ থেকে ফের বাংলাকে ভোগাতে পারে বৃষ্টি।

এর আগে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বাংলার বুকে সরস্বতী পুজোর পরেও কিছুদিন পর্যন্ত শীত বজায় থাকবে। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে এখনও ঠান্ডার আমেজ জড়িয়ে আছে প্রায় গোটা বাংলাকে।

তবে এবার শীতকে এই বছরের মত বিদায় জানানোর সময় প্রায় উপস্থিত। তা ছাড়া শীত যে এবার সত্যিই বিদায়ের পথে, সেটা তাপমাত্রার তারতম্য থেকেও অনেকটাই স্পষ্ট। এখন দেখার বিষয় এটাই যে, পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে আরও কত দিন শীতকে চেটেপুটে উপভোগ করে নিতে পারছে শীত আমুদে বঙ্গবাসী।

মঙ্গলবার কলকাতা ও আশপাশের জেলা গুলিতে এখনও শীতের কামড় বোঝা যাচ্ছে ভালোমতন। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। প্রধানত পরিস্কার আকাশ। সকালের দিকে কুয়াশা।

Related posts

খেজুর গুড় থেকে কি ছড়াতে পারে নিপা ভাইরাস? কী বলছেন চিকিৎসকরা

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে জনস্রোত, ৮৫ লক্ষ পুণ্যার্থী স্নানে, আকর্ষণ কিন্নর সাধুরা

আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলা স্থগিত কলকাতা হাইকোর্টে