কলকাতা: হাওয়া বদল! পরিষ্কার আকাশ। আপাতত পশ্চিমবঙ্গে দুর্যোগের কোনো আশঙ্কা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সোমবার পর্যন্ত।
দশমীর রাতেই বাংলাদেশে ‘হামুন’ প্রবেশ করেছে। ঘূর্ণিঝড় ‘হামুন’ পশ্চিমবঙ্গ উপকূলে হাজির না হলেও তার প্রভাবে জলীয় বাষ্প বাতাসে ঢুকেছে। এ বার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই ফের উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো বাতাস ঢুকবে। বাড়বে শীতের আমেজ। বিশেষ করে সকালে এবং রাতে।
এ বছর পুজো চলাকালীন দেখা দিয়েছিল বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। এই নিম্নচাপের প্রভাবে নবমী ও দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিও হয়। তবে নিম্নচাপ সরতেই তাপমাত্রাতেও পরিবর্তন আসছে।
আলিপুর আববহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। আগামী তিন-চারদিনে পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে।