সকাল হতেই মুষলধারে বৃষ্টি, আবহাওয়া কেমন থাকবে দিনভর

শহরে বৃষ্টি। ছবি: রাজীব বসু

শনিবার সকাল থেকেই মেঘে ঢেকে আকাশ। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি। রয়েছে জোরে হাওয়া। তাপমাত্রার পারদও সামান্য নিম্নমুখী। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কলকাতা এবং শহর লাগোয়া কিছু জায়গায় আজ বজ্রপাত-সহ বৃষ্টি হবে। 

বঙ্গোপসাগর থেকে ঢোকা প্রবল আর্দ্রতার চাপে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিগত সপ্তাহ খানেক ধরে লাগাতার মাঝারি থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হচ্ছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।

আজ সকাল থেকেই বৃষ্টি হবে কলকাতায়। আশেপাশে সল্টলেক এবং হাওড়াতেও এই সময় বৃষ্টি হবে। এই আবহে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

পাশাপাশি, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানা গিয়েছে। আগামী দু’দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। এদিকে এই ক’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন