শীতের আমেজ উধাও, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: শুক্রবার সকালে কার্যত শীতের আমেজ উধাও কলকাতায়। পাশাপাশি, বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

গত কয়েক দিন ধরেই নিয়ম করে বৃষ্টিতে ভিজছে বাংলা। এ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশে কার্যত শীত উধাও। সকালে হালকা মাঝারি কুয়াশা। পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনে পারদ পতনেরও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না।

হাওয়া অফিসের মতে, এ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমবে না বলেই পূর্বাভাস আবহাওয়া বিভাগের। এ দিন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। শনিবার থেকে আবহাওয়ার ভোলবদল।

ও দিকে, উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিকিমে এবং দার্জিলিং-র উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?