রবি-সোমে বৃষ্টি কমলেও মঙ্গলে ফের দুর্যোগের ঘনঘটা

কলকাতা: রবিবারও দিনভর ভারী বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস। আবহাওয়া বিভাগ বলছে, মঙ্গল-বুধবার পর্যন্ত পরিস্থিতি একইরকম থাকবে রাজ্যে।

আবহাওয়াবিদদের মতে, রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। আগামী সোমবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে অবশ্য বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টি হতে পারে।

ও দিকে উত্তরবঙ্গেও রবিবার থেকে কমতে চলেছে বৃষ্টি। এই আবহে আগামিকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই কয়েকদিন। সঙ্গে হবে বজ্রপাত।

জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে। সৌজন্যে বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় শক্তিশালী হয়ে নিম্নচাপের রূপ নেবে আগামী মঙ্গলবার।

হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টিপাত হবে। এর জেরে গোটা দক্ষিণবঙ্গে জারি থাকবে হলুদ সতর্কতা।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা