শিলিগুড়ি: রবিবার থেকে শুরু হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সোমবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আপাতত সেখানে বৃষ্টি বিদায় নেওয়ার কোনো পূর্বাভাস নেই! আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। রবিবার থেকে বৃষ্টি এবং তার মধ্যেই তিস্তা ব্যারাজ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে অংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সিকিম ও ভুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তরের একাধিক নদীতে জলবৃদ্ধি হতে পারে।
মূলত ব্যারাজে অতিরিক্ত জলের চাপ কমাতেই জল ছাড়া হচ্ছে। দোমোহনি থেকে বাংলাদেশের অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এর পরে জল আরও অতিরিক্ত বৃদ্ধি পেলে, বিপদসীমাও ছুঁতে পারে জলসীমা। তবে এব্য়াপারে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে জল ক্রমশ বৃদ্ধির সম্ভাবনাটা থেকেই গিয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: দীপাবলিতে কলকাতায় নাশকতামূলক হামলার আশঙ্কা, থানাগুলিকে সতর্ক করল কলকাতা পুলিশ