কলকাতা: কখনও টিপটিপ, কখনও আবার তুলনায় জোরে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বর্ষার খামখেয়ালি থামার কোনও লক্ষণ নেই। মাঝেমধ্যে আবার গুমোট গরমে নাজেহাল দশা। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।
আজ সকালেও কম-বেশি বৃষ্টির সাক্ষী কলকাতা, আকাশের মুখভার। বৃহস্পতিবার কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী কয়েক দিন এই একই পরিস্থিতি থাকবে প্রায় সমস্ত জেলাতেই।
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে সমস্ত জেলাতেই শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমে যাবে। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সেপ্টেম্বরের ৯ তারিখ দিয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।
আগামী ২৪ ঘন্টায় বেশ কিছু দক্ষিণবঙ্গের জেলাগুলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম ও বাঁকুড়ার দু’-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টায়।