পুজোর আগে রোদ ঝলমলে আকাশ, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া

কলকাতা: রাজ্য জুড়েই দিনভর ঝকঝকে আকাশ। রোদ থাকবে যথেষ্ট। ফলে সমস্যা তৈরি করতে পারে গরম। বাতাসে আর্দ্রতার পরিমাণও কিছু জায়গায় বেশি থাকতে পারে। শুক্রবার কমবেশি সারা পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মহালয়ার দিন আকাশ পরিষ্কার থাকার কথা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। বড় কোনো এদিক-ওদিক না হলে আগামী দু’দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে বর্ষাবিদায় পর্বও শুরু হবে।

আবহাওয়া বিভাগের মতে, আগামী ১০ থেকে ১২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। এখন যে তীব্র গরম, স্বাভাবিকের থেকে উপরে সর্বোচ্চ তাপমাত্রা, সেটাও অনেকটাই কমবে। কারণ বঙ্গোপসাগর এখনও শান্ত। সেখানে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। উল্টে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো হাওয়া ঢুকবে। উত্তর ভারত থেকে হাওয়া ঢুকবে, ফলে বঙ্গোপসাগর থেকে হাওয়া প্রবেশের পরিমাণও কমবে। ফলে ভ্যাপসা গরম যেমন কমবে, বৃষ্টির সম্ভাবনাও একেবারেই নেই।

ও দিকে, ত্তরবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে দু’একদিন হালকা বৃষ্টি হলেও হতে পারে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক