কালীপুজোর পর নির্বিঘ্ন ভাইফোঁটা? দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা


কলকাতা: কালীপুজো প্রায় নির্বিঘ্নে কেটে গেল, এবার আসছে ভাইফোঁটা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ভাইফোঁটার দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহবিদদের মতে, রবিবারের পর থেকে রাজ্যে মূলত শুষ্ক হাওয়া বইতে পারে। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে রাজ্যের কোথাও কোথাও ফের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে শনিবার থেকে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে তারা।

কালীপুজো মিটতেই শুক্রবার ভোরসকালে অনেকটাই কমেছে পারদ। ঠান্ডা হাওয়ার আগমনী অনুভূত হয়েছে কলকাতায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬. ২ ডিগ্রি সেলসিয়াস।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক