অবশেষে কলকাতা তথা দক্ষিণবঙ্গের মানুষের জন্য খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ভ্যাপসা গরমে নাস্তানাবুদ হতে থাকা বাংলার মানুষ অবশেষে পেতে চলেছেন বৃষ্টির আস্বাদ। আর এই বৃষ্টির সঙ্গেই পেতে চলেছেন আপাতত ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি।
আলিপুর আহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা রয়েছে। ইতি মধ্যেই কিছুটা হলেও বৃষ্টির আস্বাদ লাভ করে ফেলেছে উত্তরবঙ্গের মানুষজন। এবার পালা কলকাতা আর দক্ষিণবঙ্গের। সব কিছু ঠিক থাকলে আজ থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভালো মতন বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বিগত কিছু দিন ধরেই রাজ্যে ক্রমাগত চড়ছে তাপমাত্রার পারদ। পাল্লা দিয়ে অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। যার কারণে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ হাপিত্যেশ করে বসেছিল এক পশলা বৃষ্টির জন্য। এই পরিস্থিতির মধ্যেই আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জানা যাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ সকাল থেকেই থাকবে মেঘে ঢাকা। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসঙ্গে এটাও বলা হচ্ছে যে, আগামীকাল অর্থাৎ শনিবার থেকে ফের গরমের কারণে কষ্ট বাড়বে সাধারণ মানুষের। বাড়বে আপেক্ষিক আর্দ্রতাও।
শুক্রবার সকাল থেকেই মুখভার আকাশের। কলকাতার আকাশ দিনভর আংশিক মেঘলা থাকবে। আজ কলকাতায় বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।
জানা গিয়েছে, উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সেখানে জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। গত দু’দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। ফলে সামান্য ফিরেছিল স্বস্তি।
উল্লেখ্য, এই বছর রেকর্ড গরম পড়তে পারে বলে আগেই সাবধান করেছিল আবহাওয়াবিদরা। বলা হয়েছিল মার্চ থেকে মে পর্যন্ত সময়ে মাত্রাতিরিক্ত ভাবে বাড়তে পারে বাংলার বুকে তাপমাত্রার পারদ। পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তের জেলাগুলোর তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে বলেও জানানো হয়। আর আবহাওয়ার সেই পূর্বাভাস মেনেই যেন গত কয়েকদিন ধরেই বাড়ছিল তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে যদি কিছু মাত্র বৃষ্টিও হয়, তাহলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।