সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি, তার পর বাড়বে গরম

কলকাতা: টানা কয়েক দিনের তীব্র গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছে বঙ্গবাসী। লাগাতার রাজ্যের গড় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপর চলছিল বেশ কিছু দিন ধরে। গত ক’দিনের বৃষ্টি, ঝড় স্বস্তি দিয়েছে আমজনতাকে। এই বৃষ্টি কতদিন?

এখন প্রায় রোজই ঝড়বৃষ্টি চলছে। ফলে তাপপ্রবাহ ফিরে আসার কোনও সম্ভাবনা আপাতত নেই। বরং সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিন তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমে গেলে তাপমাত্রা বাড়তে পারে।

শনি, রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এবং বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

শনিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এ দিনেও উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ দিন ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। রবিবার থেকে বুধবার পর্যন্ত সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক