কলকাতা: বুধবার সকাল থেকেই রোদঝলমলে আবহাওয়া। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকবে। রাতেও আবহাওয়া পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বেশি হলেও বাতাস এখন বেশ শুষ্ক। মাঝে মাঝে বইছে ঠান্ডা হাওয়াও।
আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তাপমাত্রা কিছুটা কমেছিল। আবার তা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাবে। রাতের তাপমাত্রার উল্লেখজনক কোনো পরিবর্তন নেই। আগামী পাঁচদিন রাজ্যে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বুধবার প্রাথমিক ভাবে কিছুটা বৃষ্টি হতে পারে।
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় দিনের তাপমাত্রা বাড়তে পারে। তারপর থেকে কয়েক দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না।
ও দিকে, এ দিন প্রাথমিক ভাবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশ মেঘলা থাকবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর থেকে পরবর্তী চারদিন আবহাওয়া শুষ্ক থাকবে।
আরও পড়ুন: ৫ নভেম্বর নবান্নে মুখোমুখি অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়