দুয়ারে শীত! নামছে তাপমাত্রার পারদ

কলকাতা: বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি। আর মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে শীত শীত ভাব বজায় থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কলকাতার তাপমাত্রাও কমবে।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে। পানাগড় এবং শ্রীনিকেতনের তাপমাত্রা ১১-এর কোঠায় নেমে আসবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে। তবে, আগামী শুক্রবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে একটি ঝঞ্ঝা, যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশে তুষারপাতের সম্ভাবনা। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম-সহ পার্বত্য এলাকার উঁচু অংশে।

আরও পড়ুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে চুরির মামলা, জারি গ্রেফতারি পরোয়ানা

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে