311
কলকাতা: বুধবার থেকে তাপমাত্রা একটু কমলেও ফের শীতের পথে কাঁটা হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে ফের ঢোকার কথা আরও একটি ঝঞ্ঝার। ফলে থমকে যাবে উত্তুরে হাওয়া। যা পৌষ সংক্রান্তির আগে বঙ্গে জাঁকিয়ে শীতের পথে কাঁটা হতে পারে।
হাওয়া অফিসের মতে, তাপমাত্রা কিছুটা কমলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না।
তবে আগামী সপ্তাহের শুরুতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১২-১৩ ডিগ্রি তাপমাত্রা স্বাভাবিক ধরা হলেও শীতের অনুভূতিতে ব্যাঘাত ঘটাতে পারে এই ঝঞ্ঝা।