কলকাতা: আজ মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে শুরু করবে। প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এটা বর্ষার বৃষ্টি নয় বলে অনুমান আবহাওয়াবিদদের। তাঁদের মতে, আগামী ১৪ জুনের আগে দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা।
তাপপ্রবাহের সতর্কতা
হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী ১৩ তারিখ পর্যন্ত জারি থাকছে তাপপ্রবাহের সর্তকতা, সঙ্গে প্রায় সব জেলাতেই বজায় থাকবে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি। আগামী ১৪ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে।
অবশ্য তার মানেই যে বর্ষা ঢুকে পড়ল এমনটা নয়। আবার এই ঝড়বৃষ্টি বর্ষার আগমন পথ প্রশস্ত করতেও পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ১৪ তারিখ পর্যন্ত ওপরের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া চলবে। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বর্ষা কবে ঢুকবে?
নির্ধারিত সময়ের প্রায় দেড় সপ্তাহ পরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী ২১ জুন থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে। নির্দিষ্টভাবে কোনও দিনক্ষণ না জানালেও ভারতীয় মৌসম ভবনের যে মাসিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়, সেটা বিশ্লেষণ করেই জানিয়েছেন তিনি।