‌গরম ক্রমেই বাড়ছে, এবার তাপপ্রবাহর আশঙ্কা

মার্চের শুরু থেকেই শুরু হয়ে গিয়েছে এই বছরে গরমের জবরদস্ত ইনিংস। বৃষ্টির ছিটেফোঁটাও নেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তার উপর এবার তাপপ্রবাহের সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।

জানা গিয়েছে, এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে যেতে পারে তাপপ্রবাহ, অন্তত এমনটাই পূর্বাভাস আলিপুরের। একইসঙ্গে হাওয়া অফিসের সতর্ক বার্তা, এই সপ্তাহের শেষ দিক থেকেই অর্থাৎ শুক্রবার বা শনিবার নাগাদ তাপপ্রবাহের আশঙ্কা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের মতন লাল মাটির জেলা গুলিতে।

পাশাপাশি চলতি সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড–ওড়িশার একাংশের ক্ষেত্রেও। উল্লেখযোগ্য যে, ইতিমধ্যেই রাজস্থান, হরিয়ানা সহ উত্তর ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের থেকে জানানো হয়েছে, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস যদি ছুঁয়ে ফেলে, তাহলেই সেটাকে তাপপ্রবাহ হিসেবে ধরে নেওয়া হবে।

এক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে, এই সপ্তাহের শেষে রাজ্যের পশ্চিম দিকে থাকা জেলা গুলিতে তাপমাত্রা ৪০–৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে। বিগত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, প্রত্যেক বছর মার্চ মাসের মধ্যে কলকাতায় গড়ে অন্তত একটি করে হলেও কালবৈশাখীর ঝড় দেখা যায়, যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়। যার কারণে কিছুটা হলেও স্বস্তির দেখা মেলে।

যদিও কালবৈশাখীর ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। জানা যাচ্ছে, সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা ধরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকা শুরু হয়ে গিয়েছে। এই জলীয় বাষ্পের কারণে এই সপ্তাহের শেষের দিকে দুই ২৪ পরগনা ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হলেও হতে পারে। শেষ পর্যন্ত যদি এই পূর্বাভাস মিলে যায়, তাহলেও এই গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন