নতুন সপ্তাহের শুরু থেকে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণ নেই এখনও। হাওয়া অফিসের মতে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র ২১ জুলাই সামান্য একটু বেশি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি নয়।
ইতিমধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। এর জেরে গত শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা বেড়েছিল। ওই নিম্নচাপটি উত্তর ওড়িশা ও সংলগ্ন দক্ষিণবঙ্গ ছুঁয়ে সোমবার অবস্থান করে ঝাড়খণ্ডের উপর। এটি ছত্তীসগঢ় হয়ে মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি শক্তি বাড়িয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তী পর্যায়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে ওড়িশা হয়ে ছত্তীসগঢ়ের দিকে যাবে। আগামী বৃহস্পতি ও শুক্রবার ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অর্থাৎ, গভীর নিম্নচাপ তৈরি হলেও, সেটির গতিপথ শেষ পর্যন্ত এরকমই থাকলে দক্ষিণবঙ্গ খুব বেশি বৃষ্টি পাবে না। অন্য দিকে, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।