কলকাতা: দেশের অনেক রাজ্যে বর্ষা ক্রমশ দুর্বল হলেও এখন আবার নতুন করে সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তৎপরতা বাড়ছে বেশ কিছু রাজ্যে। সপ্তাহের শুরুর দিনের সকাল থেকেই কলকাতাতেও নাগাড়ে চলছে বৃষ্টিপাত।
শক্তিশালী নিম্নচাপের জেরে সোমবার টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় ৩৭.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫ শতাংশ।
হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে আরও গভীর। দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে শক্তিশালী নিম্নচাপ। তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে। আগামী দু’দিনও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া।
রবিবার রাত থেকেই টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সোমবারেও একই দৃশ্য। পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্তও হতে পারে।
জাতীয় আবহাওয়া দফতরের মতে, সোমবার উত্তর-পশ্চিম, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে। এ দিন মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সৈকতে বেড়াতে যাওয়া পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপের ভ্রুকুটি! পুজোর আনন্দ মাটি হবে না তো?