দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে গিয়ে ক্রমে জায়গা নিচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকের শুষ্ক ও ঠান্ডা হাওয়া। ফলে রাজ্যের আবহাওয়ায় এখন স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে কিছু এলাকায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।
তাপমাত্রার হেরফের
- কলকাতা ও আশপাশে: সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
- পশ্চিমের জেলাগুলিতে (বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর): তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
আবহাওয়া দফতরের মতে, এখন বাতাসে জলীয় বাষ্প কিছুটা থাকায় রাতের তাপমাত্রা খুব বেশি নামছে না। তবে দিনের অস্বস্তি কমছে ধীরে ধীরে।
শিশির ও কুয়াশার সম্ভাবনা
জলীয় বাষ্পের উপস্থিতির কারণে রাতে শিশিরপাত হতে পারে। সকালে উত্তর ও পশ্চিমাঞ্চলের দু-একটি জেলায় হালকা কুয়াশা দেখা দিতে পারে।
তবে এখনই ঘন কুয়াশার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শীতের আগমনে এখনও দেরি
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এখনই কলকাতায় শীতের পূর্ণ আমেজ নেই।
তাঁদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই শীতের অনুভূতি আসবে। আপাতত শহরে হালকা ঠান্ডা অনুভূত হলেও আসল শীতের জন্য অপেক্ষা আরও কিছুটা সময়।
আবহাওয়ার পরিবর্তনের দিকনির্দেশ
বর্ষার বিদায় মানেই বাংলায় ঋতু পরিবর্তনের সূচনা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর পরিবর্তে উত্তর-পশ্চিমের শুষ্ক ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করলেই রাজ্যে শুরু হবে শীতের আনুষ্ঠানিক আগমন। তবে আবহাওয়াবিদদের মতে, এবার শীত একটু ধীরে নামতে পারে।