সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা: দশমীতে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছিল। তবে উমাকে বিদায় জানানোর সঙ্গেই ফের যেন বিষণ্ণতায় ডুবেছে প্রকৃতিও! আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনই পিছু ছাড়বে না বৃষ্টি।

পুজোর সময় কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। নবমীর দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। দশমীতেও কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি। ফলে নবমীর পর থেকে আর ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। কখনও মেঘলা আকাশ,কখনও আংশিক মেঘলা ছিল। বৃহস্পতিবার ভোরসকাল থেকেই মুখভার আকাশের। শহরের নানা প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনই বৃষ্টি পিছু ছাড়বে না। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহবিদদের ধারণা, এ বছর বর্ষা বিদায়ে বিলম্ব ঘটতে পারে। আগামী কয়েক দিন ধরে চলতে পারে বর্ষণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ঢাকের বোলে উমা-বিদায়, বড়ো মণ্ডপে এখনও ভিড়

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে