কলকাতা: এ বারের বড়দিনে (রবিবার) স্বাভাবিকের চেয়ে বেশি ছিল দিনের তাপমাত্রা। গত ১২ বছরের মধ্যে উষ্ণতম ২৫ ডিসেম্বর কেটেছে চলতি বছর। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।
সোমবার পারদ আরও ঊর্ধ্বমুখী হয়েছে। আগের দিনের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। ফলে বছর শেষে সে ভাবে ঠান্ডা উপভোগ করা যাবে না বলেই মনে করা হচ্ছে।
শীতের পথে কাঁটা বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। এর জন্য তামিলনাড়ু এবং কেরালায় বৃষ্টিপাত চলছে এবং রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প। আর সেই জন্য সর্বনিম্ন তাপমাত্রা সেভাবে কমছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই কলকাতায় কমতে পারে। ওই সময় তাপমাত্রার পারদ ১৩ থেকে ১৪ ডিগ্রিতেও নামতে পারে।
হাওয়া অফিসের মতে, কলকাতা-সহ সারা রাজ্যেই আকাশ মেঘমুক্ত থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েক দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে হাওয়া অফিস সূত্রের খবর। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। তার পর ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।