আকাশ মেঘলা, বাড়ল তাপমাত্রার পারদ, বৃষ্টি নিয়ে কী বলছে পূর্বাভাস

কলকাতা: সামান্য বাড়ল তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে মেঘলা আকাশ।

হাওয়া অফিস বলছে, সকালের দিকে শীত শীত অনুভূত হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুধু এ দিনই নয়, আগামী কয়েক দিন ধরে এমনই থাকতে পারে তাপমাত্রা। যদিও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন আকাশ থাকবে মূলত শুষ্ক। তার পর ফের শীতের আমেজ অনুভূত হবে কলকাতা ও আশপাশের এলাকায়।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে পারদ পতন। আগামী পাঁচ দিন সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড়ো কোনো বদলের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে একধাক্কায় তাপমাত্রা নেমেছে অনেকটাই। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা কমবে বেশ কয়েক ডিগ্রি।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে পারদ পতনের সম্ভাবনা। উল্লেখযোগ্য কোনও পরিবর্তন না থাকলেও সেখানেও জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও নেই বৃষ্টিপাতের সম্ভাবনা।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?