নিম্নমুখী তাপমাত্রার পারদ, ক্রমশ শীতের আমেজ বাড়বে বঙ্গে

কলকাতা: পর পর দু’দিন কলকাতায় ২০-র আশেপাশে নেমেছে পারদ। উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রাজ্যে। শুক্রবারের পর আরও সামান্য পারাপতনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা বেশি উষ্ণতা। সকাল এবং সন্ধেয় শীতের আমেজ বাড়বে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামে ২০ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রা আরও নামতে পারে।

পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাঁকুড়াতেও ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে পারদ। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী দু’-তিন দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

এদিকে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে। সঙ্গে রয়েছে একটি অক্ষরেখা। একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাডু উপকূল এলাকায়। অন্য ঘূর্ণাবর্তটি রয়েছে কোমোরিন এলাকায়। একটি পুবালি অক্ষরেখা রয়েছে শ্রীলংকা থেকে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় পর্যন্ত।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন