কলকাতা: উত্তুরে হাওয়ার প্রভাব বাড়ছে। দিনভর শীতের আমেজ না থাকলেও সন্ধে পড়তেই ফিরছে শিরশিরে ঠান্ডা। ভোরের দিকে তাপমাত্রার পারদ নামছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, নভেম্বরে মাঝামাঝি থেকেই বাংলায় জাঁকিয়ে বসবে শীত।
কালীপুজোর পরেই আবহাওয়া বড়ো বদল ধরা পড়েছে বাংলায়। অক্টোবরের শেষ দিকেই কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে। দশ বছরে এই রেকর্ড পারদ পতন দেখছে রাজ্য।
হাওয়া অফিস বলছে, আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতেই একধাক্কায় অনেকটা পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়া। ক্রমশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কমবে দখিনা বাতাসের প্রভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ফলে জেলায় জেলায় শীতের আমেজ তৈরি হবে নভেম্বরের শুরুতেই।
আগামী চার-পাঁচদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। জেলায় জেলায় সকাল-সন্ধেয় তাপমাত্রা থাকবে নীচের দিকেই। ফলে রাজ্যবাসী বেশ ভালো ভাবেই শীতের আমেজ টের পাবেন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোল পাল্টাবে আবহাওয়ার। তরতরিয়ে নামবে তাপমাত্রা, এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: রাজ্যে আসছেন না অমিত শাহ, আপাতত স্থগিত নবান্নের বৈঠক