কলকাতা: শীত প্রায় শেষ। সকালে হালকা ঠান্ডার আমেজ থাকলেও, বেলা বাড়তেই চড়া রোদে বাড়ছে অস্বস্তি। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে, যা চলতি সপ্তাহে আরও তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতেও পারদ চড়ছে। শীতের দাপটে কাবু থাকা বাঁকুড়ার তাপমাত্রা ১৫.২ ডিগ্রিতে পৌঁছেছে।
আবহাওয়াবিদদের মতে, ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় দক্ষিণবঙ্গে শীত কার্যত বিদায় নিচ্ছে। মঙ্গলবার একদিনেই তাপমাত্রা প্রায় ৪-৫ ডিগ্রি বেড়ে গেছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার তেমন কোনো পরিবর্তন হবে না। ভালো খবর, ভ্যালেন্টাইন্স ডে-তে সামান্য হলেও ফিরতে পারে ঠান্ডা। অর্থাৎ ওইদিন সকালে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারেন বঙ্গবাসী।