কলকাতা: রাজ্যের সক্রিয় কোভিডরোগীর সংখ্যা ফের তিন অঙ্ক ছুঁয়ে ফেলল। চার মাস পর গত শুক্রবার আবারও সক্রিয় কোভিডরোগীর সংখ্যা তিন অঙ্কে পৌঁছে যায় বলে খবর। তবে বিশেষজ্ঞদের মতে, এত আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণই নেই।
শেষ বার, গত ২০২২ সালের ২৪ নভেম্বর রাজ্যে সক্রিয় কোভিডরোগীর সংখ্যা তিন অঙ্কে ছিল। তার পর ক্রমশ তা নীচের দিকে নামতে থাকে। শেষমেশ দুই অঙ্কেই থমকে ছিল। তবে ৩১ মার্চ আবারও তা তিন অঙ্কে এসে ঠেকেছে।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুয়ায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ১৪। রবিবার পশ্চিমবঙ্গে সক্রিয় কোভিডরোগীর সংখ্যা ১২৭।
স্বাস্থ্য ভবনের সূত্র উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, এই সক্রিয় মামলাগুলির প্রায় ৪০ শুধুমাত্র কলকাতার। এখানে ইতিবাচকতার হার ৪ শতাংশের বেশি। যা রাজ্যের সমস্ত জেলার মধ্যে সর্বোচ্চ।