কলকাতা: অ্যাডিনোভাইরাস সংক্রমণ কমছে রাজ্যে। হাসপাতালগুলির আউটডোর ও ইমার্জেন্সির মাধ্যমে ভর্তিও কমেছে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ। কমছে মৃত্যুও। এমনটাই দাবি স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগীর।
বুধবার বি সি রায় শিশু হাসপাতালের পরিষেবা ঘুরে দেখেন স্বাস্থ্য অধিকর্তা। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, যেটুকু তথ্য পেলাম, অন্তত ২০ শতাংশ ভর্তি কমেছে। রাজ্যজুড়ে অ্যাডিনো মৃত্যুও কমছে। পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে।
যদিও এই ভাইরাল সংক্রমণ নিয়ে বিভিন্ন ভাবে আতঙ্কের পরিবেশ রয়েছে এখনও। তাই বহু ক্ষেত্রে, অনেক বাবা-মা স্রেফ ভয়েই বাচ্চাকে নিয়ে হাসপাতালে ছুটছেন।
মঙ্গলবার সকাল থেকে বুধবার রাত পর্যন্ত বি সি রায়, কলকাতা মেডিক্যাল কলেজ, আর জি কর প্রভৃতি হাসপাতালে অ্যাডিনোর প্রকোপসহ তীব্র শ্বাসকষ্টের সমস্যায় কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মধ্যে অবশ্য কম ওজন, অপুষ্টি প্রভৃতি কোমরবডিটিতে আক্রান্ত শিশুরাও আছে। বাবা-মায়ের কান্না ও উৎকণ্ঠার পাশাপাশি সুস্থ হয়ে ওঠা শিশুদের হাসিমুখে বাড়ি ফিরতেও দেখা যাচ্ছে।