Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিধানসভা উপনির্বাচনে সবুজ-ঝড় অব্যাহত, দেখুন ৬ কেন্দ্রের ফলাফল - NewsOnly24

বিধানসভা উপনির্বাচনে সবুজ-ঝড় অব্যাহত, দেখুন ৬ কেন্দ্রের ফলাফল

কলকাতা: রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর। এর আগে এই আসনগুলির মধ্য়ে ৫টিতে আগে তৃণমূলই জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির ঝুলিতে (মাদারিহাট)। এ বার অবশ্য তৃণমূল ৬-০ ফল করে তাক লাগিয়ে দিল।

সিতাই

সঙ্গীতা রায় (তৃণমূল)- ১৬৫৯৮৪

দীপককুমার রায় (বিজেপি)- ৩৫৩৪৮

মাদারিহাট

জয়প্রকাশ টপ্পো (তৃণমূল)- ৭৯১৮৬

রাহুল লোহার (বিজেপি)- ৫১০১৮

তালড্যাংরা

ফাল্গুনী সিংহবাবু (তৃণমূল)- ৯৮৯২৬

অনন্য রায় চক্রবর্তী (বিজেপি)- ৬৪৮৪৪

মেদিনীপুর

সুজয় হাজরা (তৃণমূল)- ১১৫১০৪

শুভজিৎ রায় (বিজেপি)- ৮১১০৮

নৈহাটি

সনৎ দে (তৃণমূল)- ৭৮৭৭২

রূপক মিত্র (বিজেপি)- ২৯৪৯৫

হাড়োয়া

শেখ রাবিউল ইসলাম (তৃণমূল)- ১৫৭০৭২

পিয়ারুল ইসলাম (এআইএসএফ)- ২৫৬৮৪

Related posts

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ