বিধানসভা উপনির্বাচনে সবুজ-ঝড় অব্যাহত, দেখুন ৬ কেন্দ্রের ফলাফল

কলকাতা: রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর। এর আগে এই আসনগুলির মধ্য়ে ৫টিতে আগে তৃণমূলই জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির ঝুলিতে (মাদারিহাট)। এ বার অবশ্য তৃণমূল ৬-০ ফল করে তাক লাগিয়ে দিল।

সিতাই

সঙ্গীতা রায় (তৃণমূল)- ১৬৫৯৮৪

দীপককুমার রায় (বিজেপি)- ৩৫৩৪৮

মাদারিহাট

জয়প্রকাশ টপ্পো (তৃণমূল)- ৭৯১৮৬

রাহুল লোহার (বিজেপি)- ৫১০১৮

তালড্যাংরা

ফাল্গুনী সিংহবাবু (তৃণমূল)- ৯৮৯২৬

অনন্য রায় চক্রবর্তী (বিজেপি)- ৬৪৮৪৪

মেদিনীপুর

সুজয় হাজরা (তৃণমূল)- ১১৫১০৪

শুভজিৎ রায় (বিজেপি)- ৮১১০৮

নৈহাটি

সনৎ দে (তৃণমূল)- ৭৮৭৭২

রূপক মিত্র (বিজেপি)- ২৯৪৯৫

হাড়োয়া

শেখ রাবিউল ইসলাম (তৃণমূল)- ১৫৭০৭২

পিয়ারুল ইসলাম (এআইএসএফ)- ২৫৬৮৪

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক