২৫ নভেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু, আসতে পারে নতুন বিল

কলকাতা: আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন, যা প্রায় ১০ দিন ধরে চলতে পারে বলে সূত্রের খবর। এই অধিবেশনে রাজ্য সরকার একাধিক নতুন বিল আনার ব্যাপারে পরিকল্পনা করছে, যার মধ্যে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে আলোচনা ও প্রস্তাব আনা হতে পারে।

এর আগে, গত সেপ্টেম্বরে বিধানসভার বিশেষ অধিবেশনে আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে নারীদের সুরক্ষা বাড়াতে ‘অপরাজিতা’ বিল পাশ হয়েছিল। এবার শীতকালীন অধিবেশনে রাজ্যের বর্তমান গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর উন্নয়নে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হতে পারে।

সূত্রের খবর, বিধানসভায় শীতকালীন অধিবেশনে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা আর রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রস্তাব আনতে পারে রাজ্য সরকার। সেই সঙ্গে ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনবে রাজ্য সরকার। 

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের