রাজ্যে আজ প্রাথমিকের টেট, শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসছেন ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী

কলকাতা: ২০২২ সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট হয়েছিল ১১ ডিসেম্বর। এক বছর পর, রবিবার (২৩ ডিসেম্বর) আরও একটা টেট নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, এ বছর ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন টেট দেবেন। রাজ্যের মোটি ৭৭৩টি কেন্দ্রে হবে টেট, যার মধ্যে পাঁচটি কলকাতায়।

নির্ধারিত সময়ের আগে ঢুকতে হবে পরীক্ষাকেন্দ্রে। টেট-এর পূর্ণমান ১৫০। মোট ১৫০টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান ১। প্রশ্ন হবে এমসিকিউ ধাঁচে। ভুল উত্তরে কোনও নেগেটিভ মার্কিং নেই।

গতবারের তুলনায় এবার অর্ধেক আবেদনপত্র জমা পড়েছে বলে পর্ষদ সূত্রে খবর। গতবারের টেটের এখনও নিয়োগ হয়নি। অনেকে মনে করছেন, টেটে আস্থা হারাচ্ছেন এ রাজ্যের যুবরা। ২০২২-এর টেটে অবশ্য দুর্নীতির কোনও অভিযোগ ছিল না। ২০২৩-এর টেটও নির্বিঘ্নে করাই চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন