রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকেই উত্তরবঙ্গ সফর বা পাহাড় সফর প্রায় রুটিন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে রাজ্যের আর কোনও মুখ্যমন্ত্রীকে এত ঘনঘন পাহাড় সফর করতে দেখা যায়নি।
সূত্রের খবর, বছর শেষের আগেই আরও একবার পাহাড় সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই রয়েছে তাঁর গঙ্গাসাগর সফর। এই মাসের ২৯ তারিখ তিনি রওনা হবেন সাগরের উদ্দেশ্যে। তার ঠিক দুদিন আগেই অর্থাৎ ডিসেম্বর এর ২৭ তারিখ মুখ্যমন্ত্রী পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবেন, এখনও পর্যন্ত এমনটাই ঠিক হয়ে রয়েছে বলেই দলীয় সূত্রে খবর।
আরও জানা যাচ্ছে, এবারের পাহাড় সফরে গিয়ে দার্জিলিং এর বুকে মুখ্যমন্ত্রীর জন্য তৈরি নতুন শাখা সচিবালয়টিও উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর জন্য নতুন এই সচিবালয়টি গড়ে তোলা হয়েছে দার্জিলিং এর রিচমন্ড হিল এর নিচে পাহাড়ের গায়ে। মুখ্যমন্ত্রী পাহাড়ে সফর করলে সাধারণত এই রিচমন্ড হিলেই এসে ওঠেন। সেই কারণেই এখানেই গড়ে তোলা হয়েছে নতুন এই শাখা সচিবালয়।
মুখ্যমন্ত্রী এসে পৌঁছনোর পূর্বে নতুন তৈরি এই শাখা সচিবালয় এর যাবতীয় ব্যবস্থা পরিদর্শনে যান দার্জিলিং এর জেলাশাসক এস পুন্নবালাম এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাবিনা জানান, আগামী ২৭ তারিখ পাহাড়ে আসছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই আমরা জেলাশাসক এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিবকে সঙ্গে নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে রাখলাম।