প্রয়াত সুভাষ ভৌমিক, শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতার

শনিবার ভোরে প্রয়াত হয়েছেন বাংলা ফুটবল জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সুভাষ ভৌমিক। সুভাষ ভৌমিকের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বাংলার এই নক্ষত্র পতনে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শোকবার্তা পাঠান। নবান্ন থেকে পাঠানো মুখ্যমন্ত্রীর সেই শোকবার্তায় লেখা রয়েছে…

‘বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন, সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল টিমের কোচের দায়িত্ব সুচারু ভাবে পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়াজগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।’

প্রয়াত সুভাষ ভৌমিক এর সঙ্গে রাজ্য সরকারের একটা সুসম্পর্ক ছিল, যে কারনে সরকারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত বাংলা ফুটবলের এই তারকাকে।

এর আগে বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বদের প্রয়াণে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু সুভাষ ভৌমিক করোনা সংক্রমিত হওয়ায় আনুষ্ঠানিক ভাবে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো সম্ভব হচ্ছে না বলেই জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক