প্রথম পাতা খবর ‘দাবি এক, পদত্যাগ’ নিয়ে এ বার মোদীকে সরাসরি নিশানা মমতার

‘দাবি এক, পদত্যাগ’ নিয়ে এ বার মোদীকে সরাসরি নিশানা মমতার

294 views
A+A-
Reset

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

কলকাতা: বুধবার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় যখন বঙ্গ রাজনীতি তপ্ত, বিজেপির মত দলগুলি যখন বাংলাদেশ মডেলে স্লোগান দিচ্ছে, ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ’, তখন তাদের উদ্দেশেও পাল্টা বার্তা দিলেন মমতা। নিশানা করলেন প্রধানমন্ত্রীকেও।

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর সভার মঞ্চ থেকে মমতা বলেন, “কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি কারণ ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র।”

প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন , “মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন! মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। নর্থ ইস্টও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লিও থেমে থাকবে না।” এর পরই তাঁর হুঙ্কার, “আপনার (প্রধানমন্ত্রী) চেয়ারটাও টলমল করে দেব।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.