কলকাতা: আইপিএল মেগা নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস ভারতের প্রাক্তন স্পিডস্টার জহির খানকে দলের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করতে প্রস্তুত।
২০১৮-২০২২ সাল, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন জাহির। দুবছর পর আইপিএলে প্রত্যাবর্তন ঘটল তাঁর।
বুধবার কলকাতায় আরপিএসজি গ্রুপের সদর দফতরে একটি আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানের আগেই জানা গিয়েছে, জাহিরকে টিম মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছে।
গত বছর গৌতম গম্ভীরের অবর্তমানে শূন্য হওয়া পদটি পেতে চলেছেন জাহির। সেসময় গম্ভীর নিজের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। গম্ভীর এখন ভারতীয় প্রধান কোচ।
মরনে মরকেলের প্রস্থানের পর লখনউ সুপার জায়ান্টসে বর্তমানে বোলিং কোচ নেই। জানা গেছে, অফ সিজনে স্কাউটিং এবং প্লেয়ার-ডেভেলপমেন্ট প্রোগ্রামেও যুক্ত থাকবেন জাহির।