স্পেন সফরে লা লিগা কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফুটবলের প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় লা লিগা কর্তাদের।
কলকাতা থেকে ময়দানের প্রতিনিধিরাও স্পেন সফরে গিয়েছেন মমতার সঙ্গে। কলকাতার তিন প্রথম সারির ক্লাব – মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের প্রতিনিধিরা রয়েছেন মাদ্রিদে। বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বড় পদক্ষেপ নেওয়া হল। লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনার পর ঠিক হয়েছে, বঙ্গ ফুটবলের জন্য কলকাতার বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা। খুব শীঘ্রই লা লিগার একটি প্রতিনিধি কলকাতায় আসবেন। এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্পেনের বুকে সেই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন লা লিগার সভাপতি জাভিয়ের তেভাস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।
এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা ফুটবলের দুই প্রধানের উপস্থিতিতে স্পেনের ফুটবল লিগ লা লিগার সঙ্গে সই হল সমঝোতাপত্র (মউ)।