নয়াদিল্লি: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয় নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠক শেষ না হতেই বেরিয়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থেকে ওয়াক আউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘‘আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে।’’
মমতা বলেন, “বৈঠকে উপস্থিত সব রাজ্যকে বলতে সুযোগ দেওয়া হল। আমাকে ৫ মিনিট বলার পরেই থামিয়ে দেওয়া হল।” মাইক বন্ধ করে দিয়ে তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “অন্য কয়েক জনকে ২০ মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে। তার পর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে।”
বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেন, বিরোধী দলগুলির পক্ষ থেকে একমাত্র তিনিই নীতি আয়োগের এই বৈঠকে তিনিই উপস্থিত ছিলেন। সেখানে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বাজেট’ নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছিলেন তিনি। মমতা প্রশ্ন করেন, “বিরোধী দলগুলির প্রতি বৈষম্য করা হল কেন?”
প্রসঙ্গত, শুক্রবার দিল্লি যাওয়ার আগেই কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, “বাজেটে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে, সেটা মানতে পারছি না। একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলাকে ভাগের চক্রান্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলছেন। বিজেপির নেতারাও বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়। বৈঠকে বলতে দিলে প্রতিবাদ জানাব।”