কলকাতা: ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে দ্রুত শাস্তির দাবি জানিয়ে গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো উত্তর না মেলায় আট দিন পর, শুক্রবার আরও একটি চিঠি পাঠালেন তিনি।
আজ সোশাল প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)- এ দ্বিতীয় চিঠি পোস্ট করেছেন মমতা। সেখানে তিনি উল্লেখ করেছেন, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফ থেকে উত্তর পেলেও, উত্তর দেননি প্রধানমন্ত্রী।
মমতার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ও ধর্ষণের যে ঘটনা ঘটছে, সেগুলি রুখতে অবিলম্বে কঠোরতম আইন আনতে হবে।
এ দিন পাঠানো চিঠির শুরুতেই আগের চিঠির কথা মনে করিয়ে দিয়ে মমতা লিখেছেন, ‘‘অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে লেখা সেই চিঠির কোনও জবাব এখনও পর্যন্ত আসেনি।’’ তিনি লিখেছেন, ‘‘আমি যে গুরুত্ব দিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক, সমাজ সম্পর্কিত বিষয়টি নিয়ে ভেবেছিলাম, গতানুগতিক জবাবি চিঠিতে সেই গুরুত্ব দেওয়া হয়নি।’’