অবশেষে শুরু কলেজে ভর্তির প্রক্রিয়া, জানুন বিস্তারিত

উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার বেশ কিছুটা ব্যবধানে শুরু হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া নিয়ে যে ভাবনা চিন্তা চলছিল, এ বার সেটা হচ্ছে না। পড়ুয়াদের সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। জাতীয় শিক্ষানীতি চালু না হলেও রাজ্যে উচ্চ শিক্ষা দফতর স্নাতক স্তরের জন্য এই নিয়মই কার্যকর করেছে। এবার স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পঠন-পাঠনে অনেক পরিবর্তন করা হয়েছে।

১ জুলাই থেকে কলেজে কলেজে ভর্তির আবেদন শুরু হয়ে যাবে। ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন পড়ুয়ারা। এ বার অন্যান্যবারের তুলনায় অনেকটা দেরিতেই ভর্তির প্রক্রিয়া করা হচ্ছে। কারণ মে মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তারপরে প্রায় ১ মাস পরে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে।

১৫ জুলাইয়ের পর মেধা তালিকা প্রকাশ করা হবে। ২০ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা। ১ আগস্ট থেকে কলেজে কলেজে নতুন বর্ষের ক্লাস শুরু করতে হবে বলে নির্দেশিকা দিয়েছে শিক্ষা দফতর।

উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে. ভর্তি নিতে হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। যোগ্য পড়ুয়াদের এসএমএস বা ইমেল মারফত যাবতীয় তথ্যাবলী জানিয়ে দিতে হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক