Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্যে নতুন করে আক্রান্ত ৮০৫, করোনা সংক্রমণের হার বাড়ল অনেকটাই - NewsOnly24

রাজ্যে নতুন করে আক্রান্ত ৮০৫, করোনা সংক্রমণের হার বাড়ল অনেকটাই

মাস্ক না পরলেই চলছে ধরপাকড়। প্রতীকী ছবি

শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও সংক্রমণের হার বেড়ে প্রায় পৌনে তিন শতাংশ।

ডেস্ক: নমুনা পরীক্ষা কমে যাওয়ার কারণেই সম্ভবত সোমবার দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা কমল রাজ্যে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৮০৫, তবে সংক্রমণের হার বেড়ে হয়েছে ২.৭৭ শতাংশ। যা শেষ কয়েক দিন ধরেই ধাপে ধাপে বাড়ছে।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ১০৯টি। যা আগের দিন ছিল ৪২ হাজারের বেশি। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৯ লক্ষ ৫৭ হাজার ২৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

এ দিন সুস্থ হয়েছেন ৮০৭ জন কোভিডরোগী। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। ১৩ জন কমে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৭ হাজার ৮৬৯। শেষ ২৪ ঘণ্টায় ১১ জন-সহ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৬ জনের।

রাজ্যের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছেন এ দিন। দ্বিতীয় স্থানে রয়েছে যথারীতি উত্তর ২৪ পরগনা। কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় সংক্রামিত, সুস্থ এবং মৃতের সংখ্যা যথাক্রমে ২২৯, ২০৩ এবং ৩। অন্য দিকে উত্তর ২৪ পরগনায় শেষ ২৪ ঘণ্টায় সংক্রামিত, সুস্থ এবং মৃতের সংখ্যা যথাক্রমে ১৪২, ১২৮ এবং ৩।

আরও পড়ুন: বিজেপি বিধায়কের মন্ত্রী হওয়ার লালসার জন্যই উপনির্বাচন দিনহাটায়: অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুজোর পর থেকেই রাজ্যের করোনা-গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। পরিস্থিতি সামলাতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। রাত ১১টার পর কলকাতার বিভিন্ন জায়গায় চালু হয় পুলিশের নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে নথি পরীক্ষা, জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মীরা। মাস্ক না পরায় চলে ধরপাকড়।

Related posts

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের

ভোটের আগে বাংলার মন পেতে হাতিয়ার রেল, উত্তরে অমৃত ভারত সব ছ’টি ট্রেন ঘোষণা