ডিএ মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানি কবে?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি হল না বুধবার। বিচারপতি দীপঙ্কর দত্ত বেঞ্চ থেকে সরে দাঁড়ানোয় ওই মামলার শুনানি পিছিয়ে গেল।

আগে ডিএ মামলার শুনানি হয়েছিল বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে। এ দিন সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে।

এ দিন আদালতের তরফে জানানো হয়, ডিএ মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে হবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। দুই বাঙালি বিচারপতি আজ এই মামলা থেকে অব্যাহতি নেন।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর যখন ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল, তখন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, সবপক্ষকে লিখিত আকারে সংক্ষিপ্তভাবে নিজেদের বক্তব্য পেশ করতে হবে। সেইসঙ্গে আপাতত কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন