রাজ্যের খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা এখন থেকেই দেখে নিতে পারছেন ভোটারেরা। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপ ইসিআইনেট (ECINet)-এর মাধ্যমে এই যাচাই করা যাচ্ছে। সংশ্লিষ্ট ভোটারকে শুধু নিজের এপিক নম্বর দিতে হলেই জানা যাচ্ছে, খসড়া তালিকায় নাম রয়েছে কি না।
যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন, তবে মঙ্গলবারই রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করার কথা। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন ভোটারের নাম থাকার কথা। মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ বা ভুয়ো ভোটার এবং যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি—এই শ্রেণির নাম বাদ দিয়েই খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।
খসড়া তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশের আগেই সোমবার থেকে বিএলও অ্যাপ-এ তা দেখা যেতে শুরু করে। তালিকা প্রকাশের পরে প্রত্যেক ভোটারকে নিজের নাম যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। অনলাইন ও অফলাইন—দু’ভাবেই এই যাচাইয়ের সুযোগ থাকছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত বুথ লেভেল অফিসার (বিএলও)-দের কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। ভোটারেরা তাঁদের নিজ নিজ এলাকার বিএলও-র কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা যাচাই করতে পারবেন। খসড়া তালিকা প্রকাশের দিন যতটা সম্ভব বিএলও-দের বুথে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দল-কে খসড়া তালিকার সফ্ট কপি দেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরের তরফে। পাশাপাশি জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের কাছেও হার্ড কপি পৌঁছে দেওয়া হবে। ভোটারেরা তাঁদের কাছ থেকেও তথ্য জেনে নিতে পারবেন।
অনলাইনে নাম যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের একাধিক প্ল্যাটফর্ম খোলা রাখা হয়েছে। ভোটারেরা নিজেদের নাম ও এপিক নম্বর দিয়ে যাচাই করতে পারবেন—
- eci.gov.in
- ceowestbengal.wb.gov.in
- ECINet অ্যাপ
- সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক (DEO)-এর ওয়েবসাইটে
নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, খসড়া তালিকা প্রকাশের পর প্রত্যেক ভোটার যেন নিজের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য ভালোভাবে মিলিয়ে দেখে নেন, যাতে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কোনও ভুল সংশোধনের সুযোগ হাতছাড়া না হয়।