কলকাতা: হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। সংক্রমণ-মুক্ত হওয়ায় বন্ধ করা হয়েছে অ্যান্টিবায়োটিক।
ফুসফুস ও শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার হাসপাতালে দশম দিন। সূত্রের খবর, আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। তবে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর শরীরে সংক্রমণের মাত্রাও কমেছে। তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে আলোচনা শুরু করেছেন চিকিৎসকরা। এ নিয়ে সোমবার মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত জানাতে পারে।
হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গল কিংবা বুধবার ছুটি পেতে পারেন তিনি। ছাড়া হলেও তাঁর বাড়িতে হাসপাতাল থেকে প্রতিনিধি পাঠানো হবে। বাড়িতেই চলবে চিকিৎসা ও দেখভাল।