কলকাতা: রেশন দুর্নীতির মামলা নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন নিম্নমানের রেশন সামগ্রী সরবারহের অভিযোগে শোকজ করা হয়েছে দায়িত্বে থাকা আধিকারিকদের। জবাব গ্রহণযোগ্য না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
সম্প্রতি সরকারি গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ নিয়ে অভিযোগ উঠেছে। নিম্নমানের রেশন সামগ্রী সরবরাহের অভিযোগে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যে অভিযোগ এসেছে, তার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা করেছি। খাদ্য দফতরের যে ইনস্পেক্টররা ডেলিভারি সিস্টেমে ছিলেন, তাঁদের শোকজ় করা হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা জানতে চাওয়া হয়েছে। সঠিক জবাব দিতে না পারলে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রাতরাতি সব কিছু ঠিক করা সম্ভব নয় বলেও জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি ই-পস ব্যবস্থা প্রসঙ্গে তাঁর মন্তব্য, এই ব্যবস্থা পুরোপুরি স্বচ্ছ। বিগত মাসের বরাদ্দ খরচ না হলে ডিলারদের পরের মাসের বরাদ্দ কাটা যাবেই। এ ক্ষেত্রে ডিলারদের উদ্দেশে তাঁর বার্তা, যদি ই-পসের তথ্যে অস্বাভাবিকতা দেখা দেয়, তা হলে ডিলাররা যেন যথাযথ জায়গায় অভিযোগ জানান। অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে না, এটা হতে পারে না।
ভুক্তভোগী রেশন গ্রাহকদের একাংশের অভিযোগ, তাঁদের সঠিক পরিমাণে রেশন সামগ্রী দেওয়া হয় না। ওজনে কম থাকে। এই অভিযোগ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, স্বচ্ছতা আনতে ই-পসের সঙ্গে ই-ওয়েইং ব্যবস্থাও চালু করা হয়েছে। ওজন কম থাকলে মেশিন থেকে স্লিপই বের হবে না। গ্রাহকদের জন্য প্রতি মাসে কত চাল, কত গম বরাদ্দ হচ্ছে, তা এসএমএসের মাধ্যমে তাঁদের কাছে পৌঁছে যাচ্ছে। রেশন সামগ্রী যদি কম পান কিংবা যদি খারাপ মানের রেশন সামগ্রী পান, তাহলে তা প্রত্যাখ্যান করার পরামর্শও দেন তিনি।