কলকাতা: এ বারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিপুল বিনিয়োগের প্রস্তাব। সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘এ বার ৩,৭৬,২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে আমাদের কাছে।’
এ দিন ধনধান্য স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘আমাদের কাছে ৩,৭৬,২৮৮ কোটি টাকা বিনিয়োগ এর প্রস্তাব এসেছে। বেঙ্গল এখন গুরত্বপূর্ণ ডেস্টিনেশন শিল্পের জন্য। আমরা আরও ৪টি পাওয়ার প্লান্ট তৈরি করতে চলেছি।’
সূত্রের খবর, এ বারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ১১৮টি মউ স্বাক্ষর হয়েছে। বলে রাখা ভালো, গত বছর বিশ্ববঙ্গ সম্মেলন থেকে ৩.৪২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছিল। এ বার বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে আশাবাদী রাজ্য প্রশাসনের কর্তারা।
কর্মসংস্থানের নিরিখে দেশের তুলনায় রাজ্য়কে এগিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। এ দিন সম্মেলনের বিদায়ী ভাষণে তিনি বলেন, ‘ভারতে কর্মসংস্থান কমেছে, বাংলায় বেড়েছে।’
মমতা বলেন, ‘উন্নতির কেন্দ্র এখন গ্রাম । যদি আপনার মিশন এবং ভিশন থাকে আপনি ঠিক এগোবেন। শুধু চর্মশিল্পে আমাদের রাজ্যে ১০ লাখ কর্মসংস্থান হয়েছে। যখন দেশের কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে , তখন এ রাজ্যে ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। আজকের অনেকেই শপিং মলে যান। কিন্তু, ছোট ছোট দেকানগুলিতেও অনেক ব্যবসা হয়। আমি ছোট ব্যবসায়ীদের বলব নিজেদের কখনও ছোট মনে করবেন না।’