কলকাতা: সোমবার কলকাতা পুলিশে ২৫০০ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য মন্ত্রীসভা। রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হবে।
পুলিশের কর্মী সংখ্যা বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল বিভিন্নমহলে। আর শুধু পুলিশেই নয়, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগের দাবি রয়েছে দীর্ঘদিনের। অবশেষে কলকাতা পুলিশে চাকরির সুযোগ। এ দিন রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর এই কথা ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, এ দিন থেকেই রাজ্য বিধানসভার অধিবেশন শুরু। আর একইদিনে রাজ্য মন্ত্রীসভারও একটি বৈঠক ছিল। সেই বৈঠকেই এই নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
পাশাপাশি স্বাস্থ্য দফতরের অধীনে কমিউনিটি হেল্থ অফিসার পদে ৫,৪৬৮ জনকে নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। এই নিয়োগও রিক্যুইটমেন্ট বোর্ডের মাধ্যমে হওয়ার কথা। এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৪০০ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগ নিয়ে খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করবে পিএসসি।