241
কলকাতা: বুধবার থেকেই অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিএ দেওয়ার কাজ শুরু করে দিল রাজ্য সরকার। জুন মাসের বেতনের আগেই এই টাকা রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৃথক ভাবে পাঠানো হচ্ছে।
লোকসভা ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাওয়ার পর বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। সেই মর্মে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে এক মাসের অতিরিক্ত ডিএ দেওয়া শুরু হয়েছে।
এর আগে বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের অর্থ দফতর জানিয়েছিল, মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তাঁরা। । তবে জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৃথক ভাবে পাঠানো হচ্ছে।