বাংলায় ১০০ দিনের কাজ প্রকল্পের অর্থ দীর্ঘদিন ধরে মঞ্জুর করছে না কেন্দ্র, এমনটাই অভিযোগ রাজ্যের। ২০২২ সাল থেকে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠালেও এখনও টাকা মেলেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বৈঠকের প্রস্তুতি হিসেবে প্রতিটি জেলার প্রশাসনের কাছে ১০০ দিনের প্রকল্পে বাতিল হওয়া জব কার্ড ও অন্যান্য তথ্য চেয়েছে নবান্ন।
রাজ্যের এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় রাজ্য যেন সঠিক তথ্য তুলে ধরতে পারে, তার জন্যই তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাজ্য সরকার দাবি করছে, কেন্দ্রের সমস্ত শর্ত পূরণ করেও রাজ্য বঞ্চিত হচ্ছে।
সম্প্রতি ১০০ দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত জেলা নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে পঞ্চায়েত দফতর। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, বাতিল হওয়া জব কার্ডগুলির মাধ্যমে আগে কোনও অর্থ লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে। পাশাপাশি, প্রকল্পের নিরীক্ষার কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের দাবি, প্রকল্পের অধীনে কাজ করা শ্রমিকদের পাওনা টাকা আটকে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে হাজার হাজার মানুষকে। পঞ্চায়েত মন্ত্রীর লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনার সময় রাজ্যের তরফে সমস্ত হিসাব সুস্পষ্টভাবে তুলে ধরা, যাতে কেন্দ্র নতুন কোনও শর্ত চাপিয়ে টাকা আটকে রাখতে না পারে। তবে, কবে অর্থ রাজ্যে আসবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ফলে কেন্দ্র-রাজ্যের এই টানাপোড়েনে ভুগতে হচ্ছে রাজ্যের শ্রমিকদের।